জাতীয়

কোটাবিরোধীদের বিরুদ্ধে সময় টিভির মামলা

রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে সময় টেলিভিশন। হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলাটি দায়ের হয়।

সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদি হয়ে শনিবার মামলাটি করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।

ওসি জানান, এজাহারে অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ত্বোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আন্দোলনকারীরা। তারা বলেন, ‘সময় টিভির ক্যামেরা, ধর শালাকে’। এরপর আন্দোলনকারীরা তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারেন যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।

আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তামিমের হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে, চলমান কোটাবিরোধী আন্দোলনে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে শুক্রবার রাতে শাহবাগ থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *