জাতীয়রাজনীতি

‘কোনো কোনো বিদেশি রাষ্ট্র দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, ভারত পাশে ছিল’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে কিছু কিছু অপজিশন তারা কোনো কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে মিলে হয়ে আমাদের এখানে অস্থিতিশীল করতে চেয়েছিল। আমাদের নির্বাচনকে সামনে রেখে সার্বিক বিশ্ব পরিস্থিতিতে ভারত সৎ প্রতিবেশীসুলভ আচরণ করেছে। যেটা প্রযোজন ছিল। কারণ অনেকেরই এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার বন্ধুর অভাব ছিল না।

তিনি রবিবার সকালে রাজধানীর সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যখন তারা নির্বাচনটাকে ভণ্ডুল করতে চেয়েছিল সেসময় ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সে কথা আমাদের স্বীকার করতেই হবে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সংশয় আর অবিশ্বাসের যে দেয়াল তা ভেঙ্গে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভবিষ্যতেও ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে চিড় ধরার কোনো কারণ দেখছি না।

বিরোধী দল কারা হবে এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এখানে তো বিরোধী দল বলতে জাতীয় পার্টিই সামনে আসে। তারা আগেও ছিল। তাদের অনেকে অভিজ্ঞ আছেন।

মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনা করেই সমাধানে যাব। আমরা সংঘাতে যাব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *