খাগড়াছড়িতে আবারো কি সহিংসতা বাড়বে!
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতা বিপুল চাকমাসহ ৪ জনকে গুলি করে হত্যা করা হয়। ১১ ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে পানছড়ি উপজেলার লৌগাং ইউনিয়নের অনিল পাড়ায় অতুল চন্দ্র চাকমার বাড়িতে রাত যাপনকারী ইউপিডিএফ নেতাকর্মীদের লক্ষ্যকরে এই সশস্ত্র হামলা চালানো হয়।
এই ঘটনায় এখনো মামলা হয়নি, নেই গ্রেপ্তারও। ওই ঘটনায় নিখোঁজ ৩ জনের কোন সন্ধানও পাওয়া যায়নি। হত্যাকান্ডের প্রতিবাদে ১৮ ডিসেম্বর জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ
২০১৮ সালের স্বনির্ভর হত্যাকাণ্ডের পর এ হামলায় সবচেয়ে বেশী হতাহত হয়েছে দলটির নেতাকর্মীরা
ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা এমন নৃশংস ঘটনার নিন্দা জানিয়েছেন। নিতি দত্ত চাকমা এবং হরি কমল ত্রিপুরা নামে দুইজন ইউপিডিএফ নেতাকে ঘটনাস্থল থেকে ধরে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।