খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও বাড়ছে: আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আইনি বাধ্যবাধকতা থাকার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। সোমবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবারও বাড়ছে। তিনি দেশে থেকে বিদেশি চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে পারবেন। তবে বিদেশে যেতে পারবেন না। আগের দুই শর্তেই বেগম জিয়ার সাজা স্থগিতের আদেশ বাড়ানো ছাড়া আর কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একবার নির্বাহী আদেশে খালেদা জিয়ার বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। যে কারণেই হোক, আইনের মধ্যে থেকেই ইস্যুটির নিষ্পত্তি করতে হবে। খালেদা জিয়া তো মুক্ত। তিনি চিকিৎসা নিচ্ছেন, হাসাপাতালে যাচ্ছেন, কোনো অনুমতি নেয়ার প্রয়োজন হচ্ছে না।
এর আগে, রোববার (১৭ মার্চ) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার।