দেশজুড়ে

গরিবের ডাক্তার রিমি সপ্তাহে একদিন নেন ভিজিট

নেত্রকোনা: দেশে দুস্থ, গরিব, অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিয়ে ভিজিট কম রাখেন বা একেবারেই রাখেন না এমন চিকিৎসকও আছেন। যাদেরকে আমরা মানবিক ডাক্তার বলি।

অনেকে গরিবের ডাক্তারও বলেন তাদের। এমনই একজন মানবিক ডাক্তার নেত্রকোনার দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাকসুদা আক্তার রিমি। তিনি সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে বিনা পারিশ্রমিকে অসহায় ও হতদরিদ্র মানুষদের বিনামূল্যে ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন।

শুধু তাই নয়; একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন তিনি।

রিমির মায়ের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হয়ে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা দেবেন। মায়ের ইচ্ছা পূরণে চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নেন রিমি। আর চিকিৎসক হওয়ার পেছনে ছিল মুক্তিযোদ্ধা বাবার অনুপ্রেরণা। সেই পথ ধরে নিজের পেশাকে কাজে লাগিয়ে নিজেকে নিয়োজিত করেছেন মানুষের কল্যাণে।

তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ৩৯ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রথমে যোগদান করেন সুনামগঞ্জ জেলার হাসান ফাতেমাপুর ইউনিয়ন সাব সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে। সেখানে সুনাম এবং সাফল্যের সঙ্গে দুই বছর চিকিৎসাসেবা দেওয়ার পর ২০২২ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *