গ্রাহকের অর্থ আত্মসাত, ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে
ইসলামি ব্যাংক কক্সবাজারের টেকনাফ শাখায় বিভিন্ন গ্রাহকের ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, ইসলামি ব্যাংক টেকনাফ শাখার অফিসার ঈমান হোসেন, জুনিয়র অফিসার আজিজ আহমেদ জাবেদ ও মোহাম্মদ শাহেদুল ইসলাম। এর মধ্যে ঈমান হোসেন টেকনাফের হৃীলার দমদমিয়া এলাকার ঠান্ডা মিয়ার পুত্র, আজিজ আহমেদ জাবেদ চট্টগ্রামের পটিয়া জঙ্গলখাইন ইউপির উজিরপুর এলাকার মীর আহমদের পুত্র ও মোহাম্মদ শাহেদুল ইসলাম চট্টগ্রামের পটিয়া জাবিলাছদ্বীপ ইউপির চরকানাই এলাকার শেখ মো. আমিনুল হকের পুত্র।
ইসলামি ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ অলতাফ হোসেন বাদী হয়ে ব্যাংকের বিভিন্ন গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়ে অভিযুক্ত ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে টেকনাফ থানায় লিখিত এজাহার দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ অভিযুক্ত ৩ কর্মকর্তাকে গ্রেফতার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ আদালতে প্রেরণ করেন। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
ইসলামি ব্যাংক টেকনাফ শাখার ব্যবস্থাপক মুহাম্মদ অলতাফ হোসেন ও টেকনাফ মডেল থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম মঞ্জু জানান, এ বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার বরাবর ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক দায়েরকৃত এজাহারটি ফরোয়াডিং সহ প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার টেকনাফ মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করলেও বিষয়টি প্রকাশ পায় গত শুক্রবার রাতে।