চট্টগ্রাম

চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চালুর দাবি

আমদানি ও রপ্তানির সুবিধার্থে চট্টগ্রাম-দুবাই সরাসরি জাহাজ চলাচলের দাবি জানালেন ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম বন্দর থেকে দুবাইয়ের জেবল আলী বন্দরে শুরু হয়েছে রপ্তানি পণ্য পরিবহন। ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি ‘সিএমএ-সিজিএম’ চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে জেবেল আলী বন্দরে এই কনটেইনার জাহাজ সার্ভিস চালু করেছে।

এই সার্ভিসের আওতায় প্রথম জাহাজ ‘হং এন’ গত ৭ মে কলম্বো বন্দরের উদ্দেশে ছেড়ে গেছে। ১১ মে কলম্বো বন্দরে পৌঁছানোর পর সেখানে কিছু পণ্য লোড-আনলোড করবে। এরপর জাহাজটি ভারতের মুন্দ্রা বন্দর হয়ে চলে যাবে দুবাইয়ের জেবল আলী বন্দরে।

নতুন এই সার্ভিস চালু হওয়ার ফলে চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য ১৫ দিনে জেবেল আলী বন্দরে পৌঁছাতে পারবে। আবার সেখান থেকে ১০ দিনে চট্টগ্রামে আনার সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এর ফলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ১০ থেকে ১৫ দিন সময় কম লাগবে।

আরব আমিরাতে পণ্য রপ্তানির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে সবজি এবং মৎস্যজাতীয় পণ্য রপ্তানি হয়। পাশাপাশি পোশাক খাতের বিভিন্ন কাঁচামালও আমদানি করা হয় মধ্যপ্রাচ্য থেকে।

জেবল আলী বন্দর থেকে ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাং, তানজুম পেলিপাস বন্দর হয়ে চট্টগ্রামে পণ্য পাঠাতে ৩০-৩৫ দিন সময় লাগত। আর ট্রান্সশিপমেন্ট বন্দরে জট থাকলে সময় আরো বেশি লাগতো। কিন্তু এখন থেকে আমদানির ক্ষেত্রে ১০-১৫ দিন সাশ্রয় হবে। এতে ভোগান্তি কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *