চট্টগ্রাম বিএনপি : শাহাদাত কেন্দ্রে, এরশাদ ‘ইন’
ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটি ভাঙার পর নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন নতুন কমিটির ঘোষণার। চলতি সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণার জোর সম্ভাবনার কথা চাউর হয়েছে দলের অভ্যন্তরে। নেতৃত্ব নিতে নতুন করে একাধিক নেতার দৌঁড়ঝাপও লক্ষ্য করা গেছে। তবে কমিটির বিষয় সম্পূর্ণ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই। নতুন নেতৃত্ব নাকি পুরনোদের হাতেই কমিটির সিল-সপ্পর দেবেন একমাত্র তার ওপর-ই নির্ভর করছে। কর্ণফুলীর তীরে আবারো আহ্বায়ক নাকি পূর্ণাঙ্গ কমিটি তারও ‘সিদ্ধান্ত’ টেমস নদীর শহরে। বাকি সব দলীয় ‘ফরম্যালিটি’।
বিলুপ্ত কমিটির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের নগর ‘ত্যাগে’ সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করকে কমিটির শীর্ষ পদে বসানোর জোর সম্ভাবনার কথা শোনা গেছে। কমিটি ভাঙার পর নিজস্ব বলয়ে আলাদা কর্মসূচি করে তার কিছুটা বার্তাও দিয়েছেন এরশাদ উল্লাহ। আবার ‘লন্ডন কানেকশন’ অক্ষুণ্ন থাকায় ডা. শাহাদাতের ফেরার সম্ভাবনাও রয়েছে। এক্ষেত্রে তাঁর ‘লাভের লাভ’ কেন্দ্রীয় কমিটির পদ। যদিও কমিটির দায়িত্বভার নিতে শাহাদাতের শর্ত অঙ্গসংগঠনের কমিটিতে তাঁর মতামতের প্রাধান্য দিতে হবে। গ্রুপিংয়ের কারণে অঙ্গসংগঠনের নেতাদের তিনি আন্দোলন সংগ্রামে পাশে পাননি, তাই ডা. শাহাদাতের এ শর্ত অফ দ্যা রেকর্ডে দলের একটি সূত্র এ কথা বলছে।
তারা ছাড়াও কমিটির শীর্ষ দুই পদের আলোচনায় আছেন- সাইফুল আলম, সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান, বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, নগর যুবদলের আহ্বায়ক মোশাররফ হোসেন দীপ্তির নাম। তাদের নিয়ে ‘সেট আপ’ ছড়িয়েছে কমিটি সমাচারও ছড়িয়েছে শাহাদাত ফের সভাপতি হলে সম্পাদক হবেন বক্কর, আবার বক্কর সভাপতি হলে সম্পাদক হতে পারেন নাজিম। আর এরশাদ উল্লাহ সভাপতি হলে নাজিম সম্পাদক! তবে এখন পর্যন্ত সব খবর ‘উড়ো’, ‘থিতু’ হবে টেমস নদীর শহর থেকে বার্তা এলে।
দলের একটি অংশ বলছে, হামলা-মামলায় পাশে থাকার কারণে ডা. শাহাদাত-বক্কর ভক্তের সংখ্যা বেশি। তারা শাহাদাত-বক্করের হ্যাট্রিক চান। আবার অন্যদিকে, এরশাদ উল্লাহ ও নাজিমুর রহমানকে বসাতে চান ‘শাহাদাতবিরোধী’ কেন্দ্রীয় নেতাদের কয়েকজন। তাদের কেউ কেউ যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিকেও সাধারণ সম্পাদক বানাতে চান।
কমিটি প্রসঙ্গে কথা বলতে রাজি নন দায়িত্বশীল কোন নেতা। তবে অফ দ্যা রেকর্ডে নগর বিএনপির এক নেতা বলেন, ‘চলতি সপ্তাহে কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে। কমিটি নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে। তবে ডা. শাহাদাত কিংবা এরশাদ উল্লাহকেই কমিটির শীর্ষ পদে আনার সম্ভাবনা। কিন্তু সবকিছু তারেক রহমানের হাতেই।’
কমিটি প্রসঙ্গে জানতে বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শনিবার (৬ জুলাই) দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির প্রথম সমাবেশ হচ্ছে চট্টগ্রামে। কমিটি ঘোষণার সময়ে ওই সমাবেশকে ‘মোক্ষম’ পুঁজি বলে মনে করছেন নগরের পদপ্রত্যাশী নেতারা। সমাবেশ ঘিরে লন্ডনে নিজেদের শক্তির জানান দিতে নিজস্ব বলয়ে আলাদা আলাদা শোডাউন করার প্রস্তুতি রয়েছে সবার।