চট্টগ্রামরাজনীতিলোহাগাড়াসাতকানিয়া

চট্টগ্রাম-১৫ঃ এমপি নদভীর গানম্যান প্রত্যাহার

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের অভিযোগের ভিত্তিতে নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপির গানম্যান মামুন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। তাকে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

এর আগে ২৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে নদভীর গানম্যানের বিরুদ্ধে অভিযোগ দেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব।

অভিযোগে উল্লেখ করা হয়, নদভী তার নির্বাচনী প্রচারণায় এতোদিন দায়িত্বে থাকা সরকারি গানম্যান মামুন মিয়াকে সার্বক্ষণিক তার সাথে রাখছেন এবং ভোটার ও অন্যান্য প্রার্থীর সমর্থক স্থানীয় নেতা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন এমনকি বিভিন্ন কেন্দ্রে ও ভোটারদের নিকট উক্ত গানম্যান দ্বারা নগদ টাকা বিলির খবর ও জানা গেছে।

আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় কোন প্রার্থী সরকারী গানম্যান ব্যবহার করা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন বিধিমালা ২০০৮ এর ১৪(২) এর সুস্পষ্ট পরিপন্থী। তাই প্রচারণাকালে গানম্যান নিয়ে হুমকি ধমকি দিয়ে নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার এই অপচেষ্টার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ জরুরি মনে করছি। পাশাপাশি কনস্টেবল মামুন মিয়ার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *