চট্টগ্রাম

চট্টল থিয়েটার’র তিন যুগপুর্তিতে মঞ্চস্থ ‘ক্ষত বিক্ষত’

চট্টল থিয়েটার এর তিন যুগপুর্তি ও ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) মঞ্চস্থ করে বহুল আলোচিত মমতাজ উদ্দিন আহমেদ রচিত শেখ শওকত ইকবাল চৌধুরী নির্দেশিত মঞ্চ নাটক ‘ক্ষত বিক্ষত’।

সমাজের এক ধরনের মানুষ আছে যারা তাদের কুকর্মগুলো আড়াল করার জন্য বিভিন্ন প্রন্থা অবলম্বন করে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য অন্যদের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজেকে নিরপরাধ করে সবার সামনে উপস্থাপন করাই তাদের কাজ। এই রকম একটা গল্প নিয়ে এ নাটকের মূল বিষয় বস্তু।

চট্টল থিয়েটার এর প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেন যথাক্রমে সং-১ চরিত্রে মোজাম্মেল হক, সং-২ চরিত্রে মুক্তি দাশ, চেয়ারম্যান চরিত্রে শেখ শওকত ইকবাল, আবেদ আলী মাস্টার চরিত্রে বেনু চৌধুরী, উনিঅ চরিত্রে নাজিম উদ্দিন মিন্টু, জঞ্জালী চরিত্রে সঞ্জয় বনিক, গোফরান চরিত্রে কাজি মুজিবুর রহমান, সোবরাতি চরিত্রে কামরুল ইসলাম, সফর আলী চরিত্রে ওবাইদুল ইসলাম লাভলু, আর্দালি ও বৃদ্ধ চরিত্রে দিদারুল আলম, সালাম চরিত্রে পারভেজ উদ্দিন চৌধুরী, নিতাই চরিত্রে সৌরভ পাল, গুলমোহর ও পাগলী চরিত্রে নাসিমা আক্তার রোকসানা, ছুটকী চরিত্রে আলেয়া বেগম জরি, ছুটকীর মা চরিত্রে মোমেনা আক্তার লাইজু, গ্রামবাসী চরিত্রে অভিজিৎ নাথ জুয়েল, সাইকা শরীফ পুস্পা, ইন্তিরা জাহান, জ্যোতি শর্মা।

সেট আলো ও পোশাক পরিকল্পনায় শেখ শওকত ইকবাল চৌধুরী আলো প্রক্ষেপণে কামরুল ইসলাম আবহ সংগীতে সাইকা শরীফ পুস্পা।

উল্লেখ্য, ক্ষত বিক্ষত নাটকটি এ পর্যন্ত ১০৩ তম মঞ্চায়নের মাধ্যমে চট্টল থিয়েটার তার ৩৬ বছর পূর্তি অনুষ্ঠান সম্পূর্ণ করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *