চট্টগ্রাম

চবির আবাসিক হলে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের ১৪৪ নাম্বার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কক্ষে থাকা বই পত্র, বিছানা ও পোশাক সামগ্রী পুড়ে প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে মন্তব্য করেন কক্ষে অবস্থানরত শিক্ষার্থী।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

১৪৪ নাম্বার কক্ষে অবস্থানরত আবাসিক শিক্ষার্থী রাব্বিউল হাসান শান্ত বলেন, ‘কক্ষ ত্যাগের পূর্বে চেয়ারের ওপর একটি মাল্টিপ্লাগ রেখে গিয়েছিলাম, সেখান থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আমি কক্ষে না থাকায় প্রায় দেড় ঘণ্টা যাবত এই আগুন জ্বলতে থাকে। পরবর্তীতে আশেপাশের রুমের ছাত্ররা বিষয়টি জানতে পারলে ফায়ার সার্ভিসের হস্তক্ষেপে আগুন নির্বাপণ করা হয়। এ ঘটনায় প্রায় ত্রিশ হাজার টাকার মত ক্ষতি হয়েছে।’

সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ড. শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ‘কক্ষে অবস্থানরত শিক্ষার্থীর অসচেতনতায় মাল্টিপ্লাগ থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো কক্ষে ছড়িয়ে যায়। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নি নির্বাপণ করে।’

হাটহাজারী থানা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান এ ব্যাপারে বলেন, আমরা খবর পাওয়ার পর একটি ইউনিট সেখানে গিয়েছিলাম। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *