চট্টগ্রাম

চসিকের বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু

তিন দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (১৮ আগস্ট) সকালে নগরের চকবাজার ওয়ার্ডের প্রবর্তক মোড়ে বড় নালা এবং আশপাশের শাখা নালাগুলো পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি জানান, প্রতিদিন দুটি করে ড্রেনে ক্র্যাশ প্রোগ্রাম চালানো হবে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচ কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন।

বিশেষ দল দুই ভাগ হয়ে এবং পাশের দুটি ওয়ার্ড থেকে ৫০ জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করছেন।

রোববার শুলকবহর এবং চকবাজার ওয়ার্ডের নালা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। শুলকবহর ওয়ার্ডের ক্র্যাশ প্রোগ্রামে পূর্ব ষোলশহর ওয়ার্ডের শ্রমিক এবং চকবাজার ওয়ার্ডের সঙ্গে বাগমনিরাম ওয়ার্ডের সেবকরা যোগ দেন। বেলা ১১টায় শুরু হয়ে বেলা ৩টায় ক্র্যাশ প্রোগ্রাম শেষ হয়। অন্যান্য ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা নিজের ওয়ার্ডের কার্যক্রম শেষে এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রামে যোগ দিচ্ছেন। কার্যক্রমে প্রকৌশল বিভাগ যান্ত্রিক সহায়তা করছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার ১৬ নম্বর ওয়ার্ডের কাতালগঞ্জ এরিয়া বৌদ্ধ মন্দিরের সামনে কনটেইনারের সামনে এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিপ্লব উদ্যানের সামনে থেকে দুই নম্বর গেটের দিকে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। মঙ্গলবার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সাগরিকা মোড় থেকে স্টেডিয়ামের দিকে বড় নালা এবং ৯ নম্বর ওয়ার্ডের অলংকার মোড় বড় নালা পরিষ্কার করা হবে। বুধবার ৬ নম্বর ওয়ার্ডে এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে হোটেল জামান হয়ে বহদ্দার হাট পুকুরের দিকে নালা এবং ৭ নম্বর ওয়ার্ডের সামনে থেকে বিবিরহাট হয়ে আতুরার ডিপোর নালা পরিষ্কার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *