কক্সবাজার

ছেলে দাবি করা যুবকের ব্যাপারে যা বললেন বদি

কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) আসন থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক এমপি আবদুর রহমান বদির পুত্র দাবি করা যুবক ইসহাক। এবার এ নিয়ে মুখ খুললেন বদি। সাংবাদিকদের তিনি ওই যুবকের জমা দেয়া হলফনামা দেখতে বলেন।

সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে বদি বলেন, ‘হলফনামা দেয়া আছে, তোমার দায়িত্ব তা দেখে প্রশ্ন করা’।

জনগণের কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা পুরনো। আমরা তো সব ভালোই বলবো। জনগণের কাছ থেকে জেনে নেন’।

বদি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করেছেন। অতএব সুষ্ঠু নির্বাচন করা নৈতিক দায়িত্ব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এতে কোনো সমস্যা নাই। জনগণ যাকে ভোট দেবে, তিনিই জয়ী হবেন।

এর আগে, বৃহস্পতিবার বদির পুত্র দাবি করা মুহাম্মদ ইসহাক (২৯) নামের ওই যুবক রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়ন জমা দেন। সে সময় তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচন করা তার পিতৃ অধিকার ফিরে পাওয়ার একটি পদক্ষেপ।

ওই যুবক বলেন, যদি আমার বাবা (আবদুর রহমান বদি) আমাকে সন্তানের অধিকার দেয় তাহলে আমি নির্বাচনে অংশ নেব না। যাচাই-বাছাইয়ে অবশ্য ইসহাকের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *