আন্তর্জাতিক

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের কলকাতায় একজনের মৃত্যু হয়েছে। প্রবল ঝড়বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে মারা যান তিনি।

মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সাজিবের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএলের ম্যাচ দেখতে গিয়েছিলেন। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাকে ডাকতে গিয়েছিলেন সাজিব। তিনি রাস্তায় বেরোতেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। তখন একটি বাড়ির নিচে আশ্রয় নেন সাজিব। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তার ওপর।

পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একবার্তায় তিনি বলেন, ‘কার্নিশ ভেঙে মৃত্যু! অত্যন্ত দুঃখজনক ঘটনা। বারবার করে সারাতে বলা সত্ত্বেও সারাচ্ছে না কেউ। আমরা তো আমাদের কাজ করেই চলেছি।’

রোববার দিবাগত রাতেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এর জেরে কলকাতায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যায়। রেমালের প্রভাবে প্রবল বৃষ্টি হয় কলকাতা, হাওড়া ও হুগলিতে। অনেক জায়গায় পানি জমে গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রবল ঝড় বৃষ্টিতে কলকাতাজুড়েই বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে। রাস্তা থেকে সেগুলো সরাতে রাতেই কাজ শুরু করে দুর্যোগ মোকাবিলা বাহিনী।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও রেমালের প্রভাবে রাজ্যজুড়ে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কলকাতার পাশাপিাশি নদীয়া ও মুর্শিদাবাদে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার পর্যন্ত মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও রেমালের সতর্কতা জারি রয়েছে। সোমবার বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। রাজ্য সরকারদেরকে সবধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সার্বিক বিষয়ে তিনি খোঁজ খবর রাখছেন বলে জানিয়েছে নয়াদিল্লি।

এদিকে রেমাল রোববার (২৬ মে) রাত ৯টা থেকে বাংলাদেমের উপকূল অতিক্রম শুরু করে। এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে; বাদ যায়নি বাংলাদেশের রাজধানীও। মধ্যরাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে, সঙ্গে বইছে দমকা বাতাস।

প্রবল ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ ও পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করছে। তবে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *