চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান

নগরের জলাবদ্ধতা সমস্যা দীর্ঘদিনের। একটু বৃষ্টি হলেই কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে যায়।

যত্রতত্র ময়লা ফেলার কারণে নালায় জমাট বেঁধে জলবদ্ধতার সৃষ্টি হয়। এসব বিষয়ে জনগণের সচেতনতার জন্য বিভিন্ন এলাকার খাল পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে চকবাজার ও নগরের চাক্তাই খালে চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় খালে ময়লা-আর্বজনা ফেলার অপরাধে চারজনকে এক হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম ও স্থানীয় কাউন্সিলররা।

বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এএফএম শামীম বাংলানিউজকে বলেন, নগরের জলাবদ্ধতার নিরসনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে বিভিন্ন খাল পরিদর্শন ও তদারকি করা হবে। নগরের চাক্তাই খালে ময়লা-আর্বজনা ফেলার অপরাধে আজ চারজনকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *