‘জাতির পিতা ছিলেন শিশুদের অত্যন্ত প্রিয় নেতা’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতির পিতা ছিলেন শিশুদের অত্যন্ত প্রিয় নেতা। শিশুদের মুখে হাসি ফুটাতে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।
আজ রবিবার (১৭ মার্চ) কউকের মাল্টিপারপাস হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে, সকাল ৮টা ৪৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। সহকারী নগর পরিকল্পনাবিদ আব্দুল আলিম সৈকতের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র দপ্তরের সহকারী নগর পরিকল্পনাবিদ তাইফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে কউক সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. আবুল হাসেম বলেন, জাতির পিতার লালিত স্বপ্নের সাথে জাতিসংঘের এসডিজি ও এমডিজি-এর কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
প্রধান আলোচক কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার বক্তব্যের শুরুতে জাতির পিতার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, জাতির পিতা ছিলেন শিশুদের অত্যন্ত প্রিয় নেতা। শিশুদের মুখে হাসি ফুটাতে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর মত এত জোরালোভাবে জাতিকে সংগঠিত করতে কেউ পারেনি।
আলোচনা সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বিন আলমসহ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।