জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে কাপ্তাইয়ে র্যালী ও আলোচনা সভা
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রবিবার (১০ মার্চ) সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার ইমরান আহমেদ, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মিলন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।
এর আগে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ফায়ার সার্ভিসের কর্মী এবং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।