জাতীয়

জাপার দুই সিনিয়র নেতাকে অব্যাহতি দিলেন জি এম কাদের

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়কে দলের সকল পদ-পদবী থেকে অব্যাহতি দিয়েছে দলটি। শুক্রবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে দলের কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তি শুক্রবার দুপুরের পর গণমাধ্যমে পাঠানো হয়।

অব্যাহতি পাওয়া দুই নেতার মধ্যে কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের অন্যতম। তিনি দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য।

আসনটিতে এবারের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে, আওয়ামী লীগ ঢাকা-৬-এ জাপাকে ছাড় দেয়নি। এ অবস্থায় মনোনয়ন প্রত্যাহার করে নেন কাজী ফিরোজ রশীদ। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।

অন্যদিকে, সুনীল শুভরায় হু‌সেইন মুহম্মদ এরশা‌দের প্রেস অ্যান্ড প‌লি‌টিক্যাল সে‌ক্রেটা‌রির দা‌য়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *