ঢামেকে র্যাবের অভিযান, ৭০ দালাল আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ধরতে র্যাব এর তত্ত্বাবধানে অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ৭০ জন দালালকে আটক করা হয়েছে।
সোমবার (৪ঠা মার্চ) সকাল থেকে ঢামেক হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে এসব দালালদের আটক করেছে র্যাব-৩ এর গোয়েন্দা দল।
আটক সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের ভর্তিসহ বিভিন্ন কাজে হয়রানির মাধ্যমে অর্থ আদায় এবং কমিশন লাভের জন্য রাজধানীর বিভিন্ন ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে রোগী পাঠানোর সঙ্গে জড়িত।
অভিযানের বিষয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
গত বছরের জুলাইতেও এ ধরনের অভিযানে নারী-পুরুষসহ বেশ কয়েকজন দালালকে আটক করে র্যাব।