দুই ট্রেন ইঞ্জিনের সংঘর্ষ, চালকসহ আহত অর্ধশতাধিক
চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে, যাতে লাইনচ্যুত হয়েছে একটি মেইল ট্রেনের ইঞ্জিন। এ সময় চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ঢাকা থেকে ফৌজদারহাট স্টেশনের কাছে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।
লাইনচ্যুত হবার পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেল কর্মকর্তা সাইফুল বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।”