পার্বত্য চট্টগ্রাম

ধর্ষকের বিচার দাবিতে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ

খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

শনিবার সকালে খাগড়াছড়িতে পিসিপি জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের মহাজন পাড়া থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে চেঙ্গি স্কয়ারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-এমএন লারমা সমর্থিত এই ছাত্র সংগঠনটির খাগড়াছড়ি জেলা সভাপতি মৃণাল চাকমা সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা (ঝিমিট), খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা ও সাধারণ শিক্ষার্থী কৃপায়ন ত্রিপুরা।

সমাবেশ সঞ্চালনা করেন পিসিপির জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমা।

বক্তারা বলেন, বৃহস্পতিবার খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়ায় এক পাহাড়ি নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এবং শুক্রবার রাঙ্গামাটির বনরূপার সলক মার্কেট এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার হন দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু।

অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সারাদেশে নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *