ধোঁয়ায় আচ্ছন্ন মার্কেট : বাথরুমেই দম বন্ধ হয়ে মৃত্যু শাহেদের
পাঁচ তলার একটি মোবাইলের দোকানে কাজ করতো শাহেদ। অগ্নিকাণ্ডের সময়ে ধোঁয়ায় আচ্ছন্ন মার্কেট থেকে বের হতে না পেরে আশ্রয় নেন বাথরুমে। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
শুক্রবার সকালে ভাইয়ের মর্মান্তিক বর্ণনা দেন নিহত শাহেদের ভাই আল আমিন।
তিনি বলেন,‘আমার ভাইটা (মো. শাহেদ) ৫ তলার একটা দোকানে কাজ করতো। সে আগুন দেখে নিচে আসার চেষ্টা করেছিলো। কিন্তু ধোঁয়ার কারণে নামতে পারেনি। বাঁচার জন্য একটা বাথরুমে ঢুকে। শেষ পর্যন্ত সেখানেই দম বন্ধ হয়ে সে মারা গেছে।’
তার অভিযোগ, ফায়ার সার্ভিস যদি ঠিকভাবে আগুন নেভানোর কাজ করতে পারতো, তাহলে আমার ভাইয়ের কিছু হতো না। আমি আগুন লাগার পরপরই মার্কেটে থাকা সবাইকে উদ্ধারে কাজ করেছি। কিন্তু মার্কেটের ভেতরের রাস্তাগুলো এতো সরু যে ফায়ার সার্ভিসতো দূরের কথা, আমরা যারা আগুন নেভানোর কাজে গিয়েছি সবার অনেক কষ্ট হয়েছে।
গভীর রাতে রিয়াজউদ্দিন বাজারে আগুন
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে ১৮ বছরের শাহেদকে ৩ তলার একটি বাথরুম থেকে উদ্ধার করা হয়েছিল। আগুন লাগার পর প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার কারণে কিছু দেখা যাচ্ছিল না। সিঁড়িগুলোও খুব সরু। তাই শাহেদসহ অনেকে নামতে চেয়েও নামতে পারে নাই। এখন সবাই তিনজন মারা গেছে ও দুইজন আহত বলছে। কিন্তু আমাদের হিসেবে আরও একজন থাকার কথা। সে আহতও হতে পারে, মৃতও হতে পারে।’