রাজনীতি

নতুন কর্মসূচি দিলো বিএনপি

গ্যাস-বিদ্যুৎ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী শনিবার (৯ মার্চ) সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিয়েছে বিএনপি।

বুধবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির এ নেতা বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সুপেয় পানির দাম জনগণের ধরাছোঁয়ার বাহিরে চলে যাচ্ছে। গত চৌদ্দ বছরে বিদ্যুতের দাম ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা নজিরবিহীন। লুটপাটের কারণেই বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে। কয়লা, গ্যাস ও তেল আমদানির নামে দেশ থেকে টাকা পাচার করা হচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, গ্যাস সঙ্কটের কারণে কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে চুলা জ্বলছে না। এই অবস্থা চলতে থাকলে আসন্ন রমজানে ভয়াবহ দুর্ভোগের মুখে পড়বে সাধারণ মানুষ। এছাড়া, পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *