জাতীয়

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ গাড়ি

দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন। কাল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বহনে ৪০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এতে ধারণা করা হয়েছে এবার ৪০ জনের মন্ত্রিসভা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এসব গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ক্যামরী হাইব্রিড মডেলের ২৮টি এবং ল্যান্সার মডেলের ১২টি গাড়ির চালকের নাম, মোবাইল নম্বরসহ সরকারি পরিবহণ পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

দ্বাদশ সংসদের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন সরকার হিসেবে শপথ নেবে। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে আমাদের কাছে গাড়ি চাওয়া হয়েছে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছি।

এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, মন্ত্রিপরিষদ থেকে সাধারণত নির্দিষ্ট সংখ্যক গাড়ি চাওয়া হয়েছে। সেই মোতাবেক ৪০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তুত থাকা গাড়িগুলো ইতোমধ্যে মন্ত্রিপরিষদের কর্মকর্তারা এসে দেখে গেছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) বিকেলে বা আগামীকাল সকালে গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

নাম প্রকাশ না করা শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তুত গাড়িতগুলোতে প্রতিমন্ত্রী মর্যাদার মনোগ্রাম লাগিয়ে রাখা হয়েছে, সঙ্গে পতাকা টানানোর স্ট্যান্ডও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *