রাজনীতি

নিবন্ধন পেল নাগরিক ঐক্য, মার্কা কেটলি

অবশেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পেল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। এ নিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা ৪৭ এ দাঁড়াল।নির্বাচন কমিশন সচিবালয় সোমবার দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে বলা হয়েছে, নাগরিক ঐক্য দলটির প্রতীক হবে কেটলি। এদিন নুরুল হক নূরের গণঅধিকার পরিষদকেও (জিওপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক হিসেবে দলটি বরাদ্দ পেয়েছে ট্রাক।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালে আত্মপ্রকাশ করে নাগরিক ঐক্য। নিবন্ধন না থাকলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আরো কয়েকটি দলের সঙ্গে নাগরিক ঐক্য এবং গণঅধিকার পরিষদও নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। তখন নামসর্বস্ব দুটি দলকে নিবন্ধন দেওয়া হলেও অন্যদের না দেওয়ায় রাজনীতির অঙ্গনে সমালোচনা হয়েছিল।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন এ দুটি দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *