জাতীয়

নির্বাচন ‘সফল’ করায় জনগণের প্রতি মেননের কৃতজ্ঞতা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকার প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর সোমবার (০৮ জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সব বিভ্রান্তি-নাশকতাসহ বিভিন্ন ধরনের অপপ্রচারের পরেও দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জিং এই নির্বাচনকে সম্পন্ন করার জন্য আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম।

তারা সাড়া দিয়েছেন এবং তারা একটি সফল নির্বাচন অনুষ্ঠান করতে সহায়তা করেছেন। তাই সবার প্রথমে আমি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি ১৯৭৩ সাল থেকে নির্বাচন করি, আমি আমার এই নির্বাচনী জীবনের অভিজ্ঞায় বলতে পারি এবারের নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমাদের মধ্যে অনেক উত্তেজনামূলক কথা ছড়ানো হয়েছে, পত্র-পত্রিকায় নানান কথাও এসেছে। কিন্তু নির্বাচন যখন হয়েছে, আর মানুষ উৎসবমুখর পরিবেশেই নির্বাচন করেছে তখন সবকিছু চাপা পড়ে গেছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, নির্বাচন কমিশনকে কি বলব জানিনা, তবে যারা নির্বাচন কমিশনের হয়ে মাঠ পর্যায়ে প্রশাসন হিসেবে কাজ করেছেন, তারা একটু বেশিই নিরপেক্ষ হতে চেষ্টা করেছন। হঠাৎ এত বেশি নিরপেক্ষ হওয়ায় ভোটাররা অনেক সময় নিরুৎসাহিত হয়েছে। তবুও সবমিলিয়ে একটা সুন্দর নির্বাচন আমরা পেলাম, যা আগামী দিনে চলার পথে আমাদের সাহায্য করবে।

তিনি বলেন, ষড়যন্ত্রের মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পথে, অসাম্প্রদায়িকতার পথে দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জনগণ বিশেষ করে তরুণ ও নারী সমাজকে বেশি করে এগিয়ে আসতে হবে।

এরআগে, রোববার সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর উজিরপুর আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে তাকে বলেছি, এই অঞ্চলে পাঠিয়ে আমাকে তিনি সম্মানিত করেছেন। আমি উজিরপুর-বানারীপাড়া মানুষের মধ্যে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

এ সময় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নিরলসভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *