নিষিদ্ধ পলিথিন বিক্রি, সাতকানিয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ জুলাই) উপজেলার কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
অভিযানে মেসার্স জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার, মেসার্স রাইহান ট্রেডার্সকে ৮ হাজার, মেসার্স ইছা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে উন্মুক্ত স্থানে ধূমপান করায় এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলেন তিনি।