পঞ্চগড়ে ৭ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা
পাহাড়ি হিম বাতাসের সঙ্গে উত্তরের শীত প্রবণ জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। বেলা বাড়লেও সকাল থেকে সূর্যের দেখা নেই। আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এ নিয়ে সপ্তম দিনের মত তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ছবি: সময় সংবাদ
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের তুলনায় সীমান্ত জেলা তেঁতুলিয়ায় শীতের তীব্রতা একটু বেশী লক্ষ্য করা গেছে। তবে শীতের কারণে সন্ধ্যার তুলনায় সকালে জেলার গুরুত্বপূর্ণ হাট বাজার ও সড়কগুলোতে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ৭ দিন ধরে কয়েকগুণ হারে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। যতই দিন অতিবাহিত হচ্ছে শীত বাড়ছে। এতে দুর্ভোগে পড়তে শুরু করছে এ উপজেলার মানুষ। পঞ্চগড়ের জগদল এলাকার মঞ্জু সময় সংবাদকে বলেন, ‘তীব্র শীতের কারণে দিনের তুলনায় গরম কাপড়ের অভাবে রাতে নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে।’
তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, ‘টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়। দিন দিন তাপমাত্রা কমে জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সামনে তাপমাত্রা আরও কমবে জানান তিনি।