চট্টগ্রামরাজনীতি

পর্যটন শহর ঘুরে এলো ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ

পর্যটন শহর ঘুরে এলো ওমরগণি এমইএস কলেজ ছাত্ররীগ। ‘ভালোবাসার এক বন্ধনে মিলিত হব আনন্দ’— প্রতিপাদ্যে ৭০০ নেতাকর্মী নিয়ে কক্সবাজারে আনন্দ ভ্রমণ যায় ছাত্রলীগের সাংগঠনিক এই ইউনিটটি। দুদিন ব্যাপী এ ভ্রমণে কর্মশালা স্মৃতিচারণ, কবিতা, গান, আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

এ সময় তিনি বলেন, আমরা যে আদর্শ বাস্তবায়ন করতে চাই, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, মৌলবাদ বিরোধী লড়াইয়ে, স্মার্ট ও আধুনিক ছাত্ররাজনীতির ক্ষেত্রে এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এ ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগকে আরো এগিয়ে নেবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চুর সহযোগিতায় এ আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীনের পরিচালনায় স্মৃতিচারণ, কবিতা, গান, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সাংগঠনিক বিষয়গুলো উপস্থাপন করেন।

এতে সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ইব্রাহিম, দিদাউর রহমান তুষার, আজিজ উদ্দীন, আমিনুল ইসলাম, কাইয়ুম রেজা, মনির হোসেন মিলন, সিরাজ বাহাদুর সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাজমুল সাকিব , শওকত আলম,শেখ মুনছুর আহমেদ, শাহিন জোবায়ের বাপ্পী, খোরশেদ আলম মানিক, এম এ হালিম মিতু, সরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন,হাসান আলী , কামরুল ইসলাম রাসেল, মাসুদ করিম, সুলতানা মাহামুদ ফয়সাল,ইমাম উদ্দীন নয়ন, সালাউদ্দীন, সালাউদ্দিন বাবু, আনসার উল্লাহ সৌরভ, ইমতিয়াছ মনি,সাকিল আহমেদ, আজিম উদ্দীন তালুকদার,শফিকুল ইসলাম শাকিল, ওয়াহিদুল আলম ওয়াহিদ, রুবেল সরকার, মাসুদ করিম জিকু,রাকিব হায়দার, নুরুন নবী সাহেদ,আব্দুল আল নোমান, সোহেল রানা, শাহাদাত হোসেন হীরা, মাহাফুজ হোসেন, আব্দুল আল আহাদ, আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নাটাই ব্যান্ডদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *