পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বির্পযয়ের মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। রেকর্ড বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে গ্রাম থেকে শহরও। আগে কখনও খাগড়াছড়ি শহর না ডুবলেও বৃহস্পতিবার সকালেই সেই রের্কড ভেঙেছে। শহরের ভেতরে প্রবেশ করেছে বন্যার পানি।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পানছড়ি উপজেলাও। উপজেলার বহু পথ-ঘাট, বাড়ি তলিয়েছে পানির নিচে। হয়েচে পাহাড় ধসের মতো ঘটনাও।এমন পরিস্থিতিতে সকলের মতো করেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি।শুক্রবার (২৩ আগষ্ট) পানছড়ি বাজার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ০১ প্যাকেট করে খাদ্য সামগ্রী (চাউল, চিড়া, মুড়ি, গুড়, পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি এবং গ্যাস লাইট) বিতরণ করা হয়।
এসব সামগ্রী বিতরন করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি।ত্রাণ বিতরণ শেষে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।