দেশজুড়ে

পানি বাড়ছে, ফেনীর ভয় তুরাগ পাড়ের মানুষের

ভয়াবহ এক বন্যার কবলে পড়েছে ফেনীসহ বেশ কয়েকটি জেলা। সেই বন্যার ভয়ই দেখা যাচ্ছে রাজধানীর উত্তর-পশ্চিমে অবস্থিত তুরাগ পাড়ের মানুষের মধ্যে।

ইতোমধ্যে তুরাগ নদে পানি বাড়তে শুরু করেছে। পানি বেড়ে ডুবে গেছে নদের ওপারে মাঠ, আশুলিয়ার জলাধার ও বেড়িবাঁধ সংলগ্ন তীরের নিচু অংশ ।

শুক্রবার (২৩ আগস্ট) তুরাগের গাবতলী, দিয়াবাড়ি ও আশুলিয়া বেড়িবাঁধ এলাকা ঘুরে এমনই দেখা গেল। সেখানে দেখা যায়, মিরপুরের দিয়াবাড়ি ঘাট, চিড়িয়াখানার পেছনটাসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে। একই অবস্থা আশুলিয়ার কিছু অংশেও।

দক্ষিণে বুড়িগঙ্গায় মিলিত হওয়ার কারণে তুরাগে জোয়ার-ভাটার কিছুটা প্রভাব আছে। টঙ্গীখাল থেকে কিছুটা পানি মেশে তুরাগে। এ ছাড়া তুরাগের পানির অন্যতম প্রধান উৎস বৃষ্টির পানি। ফলে বেশি বৃষ্টি হলেই তুরাগে পানি বাড়ে।

তুরাগে পানি বেড়ে পশ্চিম পাড়ের মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। তবে তা মারাত্মক আকার ধারণ করেনি বলেন স্থানীয়রা। সবশেষ গত কয়েকদিনে পানি বেড়ে পশ্চিম দিকে ছড়িয়ে যাওয়ায় মৎস্যজীবীরা কম মাছ ধরতে পারছেন। এতে তাদের আয় কমে গেছে।

তবে স্বাভাবিকের চেয়ে বেশি পানি প্রবাহিত হওয়ার কারণে নৌকা চলাচল বেড়েছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে ওপারে ফসলি জমি ভরাট কার্যক্রম কার্যক্রম।

তুরাগ পাড়ের বাসিন্দারা জানান, এখন তুরাগে যে পরিমাণ পানি বেড়েছে, তা অনেকটাই স্বাভাবিক। বর্ষাকালে তুরাগে এমন পানি থাকে। এর আগেও পানি বেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *