চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

‘পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি’ বাতিলের ষড়যন্ত্র, প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে দশটায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের হয়।

এটি শহরের শাপলা চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট যৌথভাবে এই কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য দেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা। তার সভাপতিত্বে ও বিএমএসসির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক উংক্যনু মারমার সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মংসাই মারমা, নক্ষত্র ত্রিপুরা, সাথোয়াই মারমা প্রমুখ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাজা, হেডম্যান ও কার্বারীর পদবী বিলুপ্তিসহ পাহাড়িদের প্রথাগত আইন, রীতি-নীতি ও ঐতিহ্য-সংস্কৃতি চিরতরে মুছে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল ষড়যন্ত্র তারই অংশ।

বক্তারা অবিলম্বে শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে আইনটি বলবৎ রাখতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *