পাহাড়ে ভোটের সামগ্রী পৌঁছে দিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বাক্স ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদের হেলিকপ্টারে করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় পৌঁছে দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের দুর্গম এলাকার নির্দিষ্ট ভোটকেন্দ্রগুলোর জন্য প্রয়োজনীয় জনবল ও ভোটের সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বিমান বাহিনীর সহায়তায়।
এই তিন পার্বত্য জেলায় এমন কিছু দুর্গম এলাকা রয়েছে, যেখানে পৌঁছাতে দুই দিনেরও বেশি সময় লাগে।
নির্বাচনের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে এসব কেন্দ্রে মালামাল ও জনবল পৌঁছে দিতে সহযোগিতা দিচ্ছে।