পুলিশের ‘মধ্যস্থতায়’ সড়ক ছাড়লেন হকাররা
ঘণ্টাখানেক অবরোধের পর পুলিশের মধ্যস্থতায় সড়ক ছাড়লেন চট্টগ্রামের নিউমার্কেট এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকাররা।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পুলিশের একটি দল ১০ হকার নেতাকে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর হকাররা সড়ক ছেড়ে অবরোধ তুলে নেন।
এর আগে দুপুর ১২টার থেকে টাইগারপাসে নিউমার্কেটমুখী সড়কের মুখে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হকাররা। এতে যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এবার টাইগারপাসে হকারদের সড়ক অবরোধ
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বলেন, হকারদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে ১০ জনের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সিটি করপোরেশন অফিসে নেওয়া হয়। এরপর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরের নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে হকাররা। ওই সময় চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি, চট্টগ্রাম হকার্স লীগ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, চট্টগ্রাম সিটি হকার্স লীগ এবং টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির ব্যানারে জুবিলী রোডে বনফুল শো-রুমের সামনের মূল সড়কে অবস্থান নেন হকাররা।