পেঁয়াজের অতিরিক্ত দাম, ১২২ প্রতিষ্ঠানকে জরিমানা
পেঁয়াজের দাম বেশি নেয়ায় সারাদেশে ১২২ প্রতিষ্ঠানকে ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে অভিযান চালিয়ে এই জারিমানা করা হয়।
পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় এদিন সংস্থাটির ৩টি টিম রাজধানীর বাজারগুলোতে অপারেশন পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৫০ জেলায় একযোগে অভিযান পরিচালিত হয়।
এসময় গোটা দেশে মোট ১২২ প্রতিষ্ঠানে অনিয়ম দেখতে পায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পেঁয়াজের দাম বেশি রাখায় সেগুলোকে ৮ লাখ ২১ হাজার টাকা জরিমানা করে তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, আগামী সপ্তাহের মধ্যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সেই লক্ষ্যে বাজারে বাজারে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।