কক্সবাজারচট্টগ্রাম

পেকুয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থী ও তিনজন প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ মে) বিকেলে পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশন (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা পরিষদ নির্বাচন ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্য নুর পেয়ারা বেগম এই জরিমানা করেন।

তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ২১(১) এবং ১৩(ক) বিধি লঙ্ঘনের অপরাধে পেকুয়া উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আজমীর নুরে জান্নাত চুন্নীর প্রচার গাড়িতে একের অধিক মাইক ব্যবহার করার দায়ে তিন হাজার টাকা এবং একই অপরাধে তিনজন প্রার্থীর প্রতিনিধিকে পাঁচ শত টাকা করে মোট সাড়ে চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা যাতে না ঘটে সে জন্য ভিজিল্যান্স ও অবজারভেশন টিম সব সময় মাঠে রয়েছে এবং থাকবে জানিয়েছেন নুর পেয়ারা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *