পেপারলেস হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়
২০২৫ সালের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা পেপারলেস হবে। এজন্য সংশ্লিষ্ট সব দফতরকে ৩০ জুনের মধ্যে প্রয়োজনীয়তা জানাতে বলা হয়েছে। সব প্রক্রিয়া শেষে আগামী বছরের মধ্যে ই-গভর্নেন্সের আওতায় আসবে বাণিজ্য মন্ত্রণালয়।
বুধবার (১৫ মে) সকালে রাজধানীতে ইনোভেশন শোকেস কার্যক্রমের উদ্বোধন শেষে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি আরও জানান, সবাইকে সুশৃঙ্খল কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। বিভিন্ন পণ্যের সাপ্লাই চেইনে বাড়তি নজরদারি দরকার। সেজন্য সব দফতরের সহযোগিতা দরকার।
আহসানুল ইসলাম টিটু জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সব বিভাগকে এক সূত্রে বেধে দেয়া হবে। উদ্ভাবন বাড়াতে হবে সব বিভাগে। তাহলে ই-গভর্নেন্সের সঠিক সুফল মিলবে।