ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বিভিন্ন অভিযোগ এনে ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জসিমের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক উপ-পরিচালক উত্তম খীশা স্বাক্ষরিত চিটির মাধ্যমে প্রাধান শিক্ষককে উনার দায়িত্ব হতে অব্যহতি নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
সকালে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় প্রধান শিক্ষক মুহাম্মদ জসীম উদ্দিন স্কুলের শিক্ষক কার্যালয়ে ছিলেন। শিক্ষার্থীরা বারান্দায় বিক্ষোভ করে বলে জানা যায়।
বিক্ষোভের বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্কুলে ছুটে যান। তিনি শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
এসময় ইউএনও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ জসিমকে এক মাসের ছুটিতে যাবার নির্দেশ দিয়ে উনার অনুপস্থিতিতে স্কুলের কার্যক্রম চালানোর জন্য স্কুলের অন্য তিনজন সহকারী শিক্ষককে দায়িত্বে দেন।
তারা হলেন- মুহাম্মদ নাজিম উদ্দিন, কবির আহমেদ ও আব্দুল্লাহ আল মামুন।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জানান, ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে। সকালে ঘটনা জানতে পেরে তিনি স্কুলে ছুটে যান। শিক্ষক শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দিতে আপাতত অভিযুক্ত শিক্ষককে এক মাসের ছুটিতে যেতে নির্দেশ দিয়ে তিন সহকারী শিক্ষককে দায়িত্ব প্রদান করেছি। বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখছি।