চট্টগ্রামফটিকছড়িরাজনীতি

ফটিকছড়িতে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা

চট্টগ্রাম-২ ফটিকছড়িতে দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উৎসব মুখর পরিবেশে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরীর কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা। এছাড়াও সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি। তারা হলেন— সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান ও ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী চৌধুরী।

এদিকে, চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন পত্র ফরম জমা দেন বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) চেয়ারম্যান এমএ মতিন।

হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। গত ২৯ নভেম্বর সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবরে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

উল্লেখ্য, বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী গত নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *