চট্টগ্রাম

ফেসবুকে নারীর সঙ্গে প্রবাসীর বন্ধুত্ব, প্রথম দেখায় ধরা

প্রবাসে ফেসবুকে এক নারীর সঙ্গে বন্ধুত্ব, দেশে ফিরে দেখা। ঘোরাঘুরি করতে গিয়েই বিপদে পড়েছেন এক প্রবাসী। দলবল নিয়ে পাহাড়ে তুলে মোবাইল, বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া হয়েছে ওই প্রবাসীর।

ঘটনাটি চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকার। গত ২৪ মে (শুক্রবার)। ওদিনই দেশে ফিরেন ওই প্রবাসী। এ ঘটনায় রবিবার (২৬ মে) সকালে শান্তিনগর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম মো. ইমরান। তিনি নেত্রকোণা আটপাড়া কলমন্দা শহীদের বাড়ির ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, প্রবাসে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক নারীর সাথে পরিচয় হয় ওই প্রবাসীর। দেশে ফিরে তার সঙ্গে সাক্ষাতের পর ঘুরতে যাওয়ার কথা বলে তাকে অপহরণ করে নেয় ওই নারীর সাঙ্গপাঙ্গরা। টেক্সটাইল এলাকার জিএম বাংলো পাহাড়ের উপরে নিয়ে আটকে রেখে তাঁর স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ১৫০০ দেরহাম, ১০ হাজার রুপিয়া, নগদ ৫ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, বিকাশের মাধ্যমে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, গত ২৪ মে দেশে আসার পর ওই নারীর সাথে আতুরার ডিপো এলাকায় দেখা করেন এই প্রবাসী। এরপর তাকে ঘুরতে যাবে বলে একপর্যায়ে অপহরণ করে সবকিছু হাতিয়ে নেয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার কাছ থেকে আইফোন, ১৫০০ দেরহাম, ইন্দোনেশিয়ার ১১ হাজার রুপিয়া উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *