বইবন্ধুতে দুইদিনে ১৫ হাজার বই বিনিময়
সারিবদ্ধভাবে বুথে সাজানো রয়েছে বই। আর চারপাশে মানুষের আনাগোনা। অনেকেই অবাক হয়ে দেখছে কি হচ্ছে এখানে। বলছিলাম বইবন্ধু বই বিনিময় উৎসবের কথা। চট্টগ্রামে শেষ হল দু’দিন ব্যাপী বইবন্ধু বই বিনিময় উৎসব। এবারের উৎসবে প্রায় ১৫ হাজার বই বিনিময় হয়েছে।
এবার বই বিনিময় উৎসবের যৌথ আয়োজনে রয়েছে JCI Dhaka Aspirants এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার দৈনিক পূর্বকোণ।
বইকে সহজলভ্য করে সবার হাতের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে বইবন্ধু। গণপরিবহন পাঠাগার, হাসপাতাল পাঠাগার, তৃতীয় লিঙ্গদের জন্য পাঠাগার, সেলুন পাঠাগার হিসেবে নরসুন্দর পাঠাগার, বিচ পাঠাগার, বইবন্ধু টু আওয়ার্স লাইব্রেরি, দুই টাকার বুক কাউন্টার, স্ব-শিক্ষার পাঠশালা, সিড ফর প্লাস্টিকসহ নানা কার্যক্রম নিয়ে আগাতে থাকে বইবন্ধু।
২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার রবীন্দ্র সরোবরে বইবন্ধু প্রথমবার বই বিনিময় উৎসব করে। এতে ব্যাপক সাড়া জাগে বইপ্রেমী মহলে। একই বছরে চট্টগ্রাম পর্বও অনুষ্ঠিত হয় অক্টোবরে। এরপর আরও দু’বার ঢাকা-চট্টগ্রামে বই বিনিময় উৎসব আয়োজিত হয়। তৃতীয়বারের মত এবার বই বিনিময় উৎসব আয়োজিত হয়েছে চট্টগ্রামে। সবমিলিয়ে পঞ্চমবার আয়োজিত হয়েছে এই উৎসব।
উৎসবের উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট বাংলাদেশ‘র সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট এ.কে.এম দাউদুর রহমান মিনা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইবন্ধুর উপদেষ্টা এবং জেসিআই ঢাকা এসপিরেন্টস লোকাল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাহউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ মুজিবুর রহমান, ব্যারিস্টার আবিদুর রহমান, সহ-সভাপতি জেসিআই ঢাকা এসপিরেন্টস, শিশু সংগঠক তরিকুল ইসলাম বিপু প্রমুখ।
বইপ্রেমীদের এই মিলনমেলায় স্বতঃস্ফূর্তভাবে লেখক-পাঠকসহ নানা গুণীজনের সমাগম ছিলো। দু’দিন ব্যাপী এই কর্মযজ্ঞে পরিশ্রম করে গেছেন বইবন্ধুর শতাধিক সদস্য।