পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বোধিবৃক্ষে পানি উৎসর্গ, পঞ্চলীল গ্রহণসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (বৈশাখী পূর্ণিমা) শুভ বুদ্ধ পূর্ণিমা।

এ উপলক্ষে বুধবার (২২ মে) সকালে বোমাং সার্কেলে চিফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শহরের জাদিপাড়া রাজবাড়ি প্রাঙ্গন থেকে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। এ সময় শত শত নর-নারী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসীকারা চন্দনের পানি ও ফুল হাতে নিয়ে ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। ধর্মীয় শোভাযাত্রাটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগুরু বৌদ্ধ বিহারের বোধিবৃক্ষতলে এসে সমবেত হন পূজারিরা। সেখানে প্রার্থনা ও পঞ্চমশীল গ্রহণের পর চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলের পূজা করেন।

এ সময় ধর্ম দেশনা দেন রাজগুরু বিহারের অধ্যক্ষ কেতু মহাথের। ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বীরা ভগবানের কাছে ইহকাল ও পরকালের শান্তির পাশাপাশি দেশ ও জাতীর উদ্দেশে মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বলা হয়। দিনটি বৌদ্ধদের জন্য দিবসটি অত্যন্ত তাৎপর্যময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *