জাতীয়

বিদ্যুৎ খাতে বাড়ছে দেনার পাহাড়, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না

বিদ্যুৎ খাতে দেনার পরিমাণ দেশে-বিদেশে মিলিয়ে এক লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু ভারতীয় পাঁচটি প্রতিষ্ঠানের পাওনাই ১০০ কোটি ডলারের বেশি। এই বিপুল দেনার কারণে এলএনজি ও কয়লা আমদানি সংকটে পড়েছে, যা বিদ্যুৎ উৎপাদনে প্রভাব ফেলেছে। ভারত থেকেও বিদ্যুৎ আমদানি কমে যাওয়ায় সারাদেশে লোডশেডিং বেড়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে এর প্রভাব ভয়াবহ।

সপ্তাহখানেক ধরে চলা এই লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। বিতরণ কোম্পানিগুলোর তথ্যমতে চাহিদার অর্ধেক বিদ্যুৎও সরবরাহ করা যাচ্ছে না। ফলে মানুষের ভোগান্তি, ব্যবসা-বাণিজ্যে ক্ষতি, সেচ কার্যক্রম ব্যাহত হওয়াসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প বড় ধরনের ক্ষতির শঙ্কায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক লোডশেডিংয়ের পরিমাণ প্রায় আড়াই হাজার মেগাওয়াট। যদিও পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টায় লোডশেডিং ছিল এক হাজার ২৯১ মেগাওয়াট।

জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমে যাওয়া এবং বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে এই লোডশেডিং বেড়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই আজকের এই সংকট। অন্যদিকে, বিদ্যুৎ বিল বকেয়ার কারণে ভারতীয় কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের প্রায় শত কোটি ডলার দেনা রয়েছে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে ৮০ কোটি ডলার পাওনা পরিশোধের অনুরোধ জানিয়েছেন।

এদিকে, বিদ্যুৎ সংকটের কারণে ঢাকার বিভিন্ন এলাকায় দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। রাজশাহী, রংপুরসহ সারাদেশেই চলছে ঘন ঘন লোডশেডিং।

বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে জানালেও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, জ্বালানি সংকটে বিদ্যুতের কিছু ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি কীভাবে পূরণ করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করছি, চেষ্টা করছি সমস্যা সমাধানের।

মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য তিন হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে ছয় হাজার ২৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে ৮৮ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল ১৩৫ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে ২৫৯ ঘনফুট গ্যাস।

এদিকে জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘণ্টায় ১৬০ মেগাওয়াটের স্থানে ৬০ থেকে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি-বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে ৮৮০ মেগাওয়াট। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকেও ৪০০ মেগাওয়াট কম আসছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-র সাবেক সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী বলেন, এখনই দুটি কাজ করতে পারলে ৮০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত চুরি বন্ধ করতে হবে। আমি পথও দেখিয়ে এসেছিলাম। প্রত্যেক জোনে একটা মিটার বসাতে হবে। তারা কতটুকু বিদ্যুৎ নিচ্ছে আর তার বিনিময়ে বিল কত দিচ্ছে? তাহলেই বোঝা যাবে কোন জোনে চুরি সবচেয়ে বেশি হচ্ছে। তাদের ধরতে হবে। আর দ্বিতীয়ত হলো, গ্যাসের কুয়াগুলোকে একটু ঝালাই মোছাই করলে আগামী এক মাসের মধ্যে ১৫০ মিলিয়ন গ্যাস অতিরিক্ত পাওয়া যাবে। সেই কাজটাও কেউ করছে না।

ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, সোমবার ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল ৪০০ মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে ডেসকোকে অঞ্চলভেদে তিন থেকে চার বার লোডশেডিং করতে হয়। ডিপিডিসির এলাকায় দুই থেকে তিনবার লোডশেডিং হয়।

এই পরিস্থিতি থেকে সহসাই উত্তরণের পথ আছে কি না জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, বিদ্যুৎ সেক্টরটা তো পুরোটাই আমদানিনির্ভর করে রেখে গেছে বিগত সরকার। একদিকে বিদ্যুৎ আমদানি করছে। আবার বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এলএনজি আমদানি করছে। আবার আমরা কয়লার দাম পরিশোধ করতে পারছি না। ফলে কয়লা আসছে না। আর তেলের বিদ্যুৎকেন্দ্র অনেকগুলো বন্ধ হয়ে গেছে। সে কারণেই আজকে এই অবস্থা।

বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

বিদ্যুৎ সংকটের কারণে কারখানার উৎপাদন কমে গেছে। জেনারেটরের ওপর ভরসা করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা কী করছেন? জানতে চাইলে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, লোডশেডিং হলে তো উৎপাদন ব্যাহত হবেই। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় ওয়াশিং, নিটিং ও ডায়িং ফ্যাক্টরিগুলোতে। কারণে সেখানে হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে পুরো প্রোডাক্টই বাতিল হয়ে যেতে পারে। সেটা বড় ধরনের ক্ষতি। আবার জেনারেটর দিয়ে কারখানা চালালে খরচ পুষিয়ে নেওয়া সম্ভব না। অন্যদিকে আমরা যাদের সঙ্গে প্রতিযোগিতা করি, তারা কিন্তু নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেয়ে থাকে। ফলে এভাবে চললে আমরা প্রতিযোগিতার সক্ষমতা হারিয়ে ফেলব।

গ্রামাঞ্চলের পরিস্থিতি বেশ খারাপ। হবিগঞ্জের বানিয়াচংয়ের পল্লী বিদ্যুৎ অফিস জানায়, বানিয়াচং উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। আর পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। রংপুরসহ উত্তরাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তরের ১৬ জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে বিদ্যুতের চাহিদা দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৭০০ মেগাওয়াট। কিন্তু দুদিন ধরে সরবরাহ মিলছে এক হাজার ৭০০ থেকে এক হাজার ৮০০ মেগাওয়াট। রাজশাহী বিভাগে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, বাংলাদেশের কাছে ভারতের পাঁচ বিদ্যুৎ কোম্পানির প্রায় ১০০ কোটি ডলার পাওনা। এই বকেয়ার মধ্যে আদানি পাওয়ার পাবে প্রায় ৮০ কোটি ডলার। ভারতের প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা বলেছেন, বকেয়া থাকার পরও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। তবে সতর্ক করে তারা বলেছেন, এই অবস্থা অনির্দিষ্টকাল চলতে পারে না। কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো অংশীদারদের কাছে দায়বদ্ধ।

বিদ্যুৎ বিক্রি বাবদ পাওনা অর্থ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ৮০ কোটি ডলার পায়। এ পাওনার জন্যই প্রধান উপদেষ্টার কাছে গৌতম আদানি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আমরা যখন বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বজায় রাখছি, সেই সময়ে ঋণদাতারা আমাদের ওপর কঠোর হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে থেকে আমরা যে ৮০ কোটি ডলার পাই, সেই অর্থ দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে আপনাকে অনুরোধ করছি। বিদ্যুৎ বিক্রি বাবদ যে পাওনা হয়, তা নিয়মিত ভিত্তিতে পরিশোধ করার জন্যও তিনি অনুরোধ করছেন। -ডয়চে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *