চট্টগ্রাম

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতাকারী ফয়সাল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্রহাতে নাশকতা সৃষ্টিকারী যুবলীগ কর্মী, একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ফয়সাল প্রকাশ কিলার ফয়সালকে চকবাজার গনি কলোনি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ফয়সাল চকবাজার থানার দেওয়ানবাজার লালু মিয়ার বাড়ির মৃত ইসমাইলের ছেলে।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল চকবাজার থানাধীন পশ্চিম বাকলিয়া ডিসি রোড গনি কলোনিতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় অভিযান চালিয়ে একাধিক হত্যা মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল প্রকাশ কিলার ফয়সালকে গ্রেপ্তার করে।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিল নগরের কোতোয়ালী থেকে লালদীঘির জেলা পরিষদ মার্কেটের সামনে দিয়ে যায়। এ সময় সাবেক দুইজন প্রভাবশালী মন্ত্রী ও অন্যান্য আরো ২৮ জন এজাহারনামীয় আসামির নির্দেশে কিলার ফয়সাল এবং ৩৮০-৪০০ জন অপরাপর আসামি আগ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার বিজয় মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয় এবং রাম দা, লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ছাত্রদের রক্তাক্ত করা হয়। এ সময় ভিকটিম ছাত্র মো. রবিনের (১৪) বাম পায়ে গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক জখম অবস্থায় তাৎক্ষণিক ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরবর্তীতে উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ১৩০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০০/২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামির পিসিপিআর পর্যালোচনা করে চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও হত্যা চেষ্টা সংক্রান্ত ৬টি মামলার তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার আসামিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *