চট্টগ্রাম

বোধনের বসন্ত বন্দনা শেখ রাসেল পার্কে

চট্টগ্রাম: ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়… নানা গান, নাচ, আবৃত্তি, ঢোলবাদন, কথামালা, শোভাযাত্রা, যন্ত্রসংগীতসহ নানা আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরণ করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

বসন্ত প্রদীপ প্রজ্বালন ও কবুতর উড়িয়ে বসন্ত উৎসবের আনুৃষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকে ভূষিত দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। বসন্ত উৎসব উদযাপন পরিষদের সদস্যসচিব মৃন্ময় বিশ্বাসের সঞ্চালনায় কথামালায় অংশ নেন একুশে পদকে ভূষিত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বোধনের উপদেষ্টা লায়ন বাসুদেব সিনহা, সভাপতি সোহেল আনোয়ার, সহ-সভাপতি সুর্বণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, বসন্ত উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জয় পাল, নিপ্পন পেইন্টের সিনিয়র ম্যানেজার মানব কুমার সাহা।

দলীয় সংগীতে অংশ নেন অভ্যুদয় সংগীত অঙ্গন, সুরপঞ্চম, বাগেশ্বরী সংগীতালয়। দলীয় নৃত্য পরিবেশন করে স্কুল অব ক্লাসিক্যাল ডান্স, ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, মাধুরী ডান্স একাডেমি, নৃত্য নিকেতন, নৃত্যরূপ একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ। একক আবৃত্তি করেন রাশেদ হাসান, সেলিম রেজা সাগর, তাসকিয়া নূর তানিয়া। একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়, কেকা দৃষ্টি শর্মা, কান্তা দে, রিষু তালুকদার, জয় দত্ত দীপ্ত, প্রিয়াংকা দাশ। দলীয় আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ।

বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বিকেলের অনুষ্ঠান। কথামালায় অংশ নেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ, নাট্যজন সুচরিত দাশ খোকন, সুচরিত চৌধুরী টিংকু। দলীয় নৃত্য পরিবেশন করে সুরাঙ্গন বিদ্যাপীঠ, এবি নৃত্যাঙ্গন, নৃত্যেশ্বর। দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন, নবধারা সংগীতালয়, ধ্রুপদ সংগীত নিকেতন, উদীচী। একক সংগীত পরিবেশন করেন কাবেরী সেনগুপ্তা, কান্তা দে, শিমু বিশ্বাস, প্রিয়া ভৌমিক, চন্দ্রিমা ভৌমিক। একক আবৃত্তি পরিবেশন করেন দেবাশিষ রুদ্র, মাহফুজুর রহমান মাহফুজ, জসীম উদ্দিন, লিংকন বিশ্বাস, ঈশা দে। উপস্থাপনায় ছিলেন গৌতম চৌধুরী, অনুপম শীল, পলি ঘোষ, শুভাগত শুভ, সাজ্জাদ হোসেন, শ্রাবণী দাশ, শর্মিলা বড়ুয়া, সুচয়ন সেনগুপ্ত, ত্রয়ী দে, ফাতেমা তুজ জোহরা জুঁই, ইভান পাল, ঋত্বিকা নন্দী, পুষ্পিতা বিশ্বাস। বোধন আবৃত্তি পরিষদের বৃন্দ আবৃত্তি দিয়ে শেষ হয় বসন্ত উৎসব-১৪৩০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *