জাতীয়রাজনীতি

ভিন্ন উপায়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি জানে তারা নির্বাচনে আসলে কোনোদিন এই দেশের মানুষ তাদের ভোট দেবে না অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘২০০৮ সালে তারা ৩০টি আসন পেয়েছে, ১৮ সালে পেয়েছে মাত্র ছয়টি। এজন্য তারা নিশ্চিত পরাজয় জেনে অন্য কায়দায়, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় আসার পথ খুঁজছে।’

রবিবার (৩ ডিসেম্বর) তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যুবরণকারী ট্রাক শ্রমিক বেলাল হোসেনের জানাজায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ট্রাক শ্রমিক বেলাল হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে চার জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

জানাজায় উপস্থিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আদালতের রায়ে নির্বাচনে অযোগ্য হওয়ায় তারেক রহমান এখন লন্ডনে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।‘

এসময় বিএনপি নেতাদের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের পথ পরিহার করে গণতন্ত্রের পথে নির্বাচনে আসার আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘নইলে এদেশে আপনাদের অস্তিত্ব থাকবে না।’

জানাজায় হত্যাকাণ্ডের শিকার বেলাল হোসেনের জামাতা মো. রাসেল বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আর যেন আমাদের মতো শ্রমিকেরা কোনো সন্ত্রাসী হামলায় মারা না যায় তার নিশ্চয়তা চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *