খেলা

ভেঙে দেওয়া হলো দেশের সব সরকারি ক্রীড়া সংস্থা

৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পরিবর্তনের হাওয়া দেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বদল এসেছে বুধবার (২১ আগষ্ট)।

নাজমুল হাসানের পদত্যাগের পর দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। অন্য ফেডারেশনগুলোতেও হয়তো অচিরেই পরিবর্তন আসবে। তবে আজই দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, সব জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সব বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, সব উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে এ-ও বলা হয়েছে, উল্লিখিত ক্রীড়া সংস্থাগুলোতে নতুন অ্যাডহক কমিটি গঠন করতে স্থানীয় গুরুত্বপূর্ণ ও নামী ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করতে হবে।

এবং তা ক্রীড়া পরিষদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে চিঠিতে। উপজেলা ক্রীড়া সংস্থা গঠনের এখতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)। জেলা ক্রীড়া সংস্থা গঠন করেন জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *