ভোটার স্লিপের সমাধান মিলবে এক ক্লিকেই
ভোটারদের কেন্দ্র সংক্রান্ত তথ্য সহজলভ্য করতে একটি অ্যাপ তৈরি করেছে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ। এর মাধ্যমে এক ক্লিকে ভোটারদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম-০৯ আসনের ভোটাররা ‘স্মার্ট ভোটার ইনফো’ নামের এই অ্যাপের সুবিধা পাবেন।
চট্টগ্রাম-০৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এই অ্যাপটির উদ্বোধন করেন।
অ্যাপের বিষয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, এই অ্যাপসের মাধ্যমে চট্টগ্রাম-০৯ আসনের সকল ভোটারের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে। কোন ভোটার কোন কেন্দ্রে, কোন ভবনের কোন তলায় ভোট দিবেন তাও জানা যাবে। আমাদের কর্মীরা ভোটারদের তথ্য মুহূর্তেই প্রিন্ট করে ভোটারদের কাছে পৌঁছে দিবেন। এছাড়া এই তথ্য হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ব্লুটুথের মাধ্যমেও ভোটারদের সরবরাহ করা যাবে।
উদ্বোধন শেষে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, সাধারণ মানুষ নির্বাচনকে ঘিরে উৎসব করছে। বিএনপি যেসব উদ্ভট তত্ত্ব দিচ্ছে, ব্যাংকে টাকা রাখবে না, বিল দেবে না, ট্যাক্স দেবে না; সাধারণ মানুষ এসব উদ্ভট তত্ত্ব আমলেও নিচ্ছে না, পাত্তাও দিচ্ছে না। সাধারণ মানুষ স্মার্ট হচ্ছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কর্মীরা একটি চমৎকার স্মার্ট ভোটার স্লিপ তৈরি করেছে। যে কেউ এটি ডাউনলোড করে জানতে পারবে তার কেন্দ্র কোথায়। মানুষ এখন এগুলোতে বেশি উৎসাহী। বিএনপির জ্বালাও-পোড়াও রাজনীতি মানুষ পছন্দ করে না। কারন তারা এগিয়ে যেতে চায়। এজন্যই বিএনপিকে মানুষ পরিত্যাগ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান তুষার বলেন, বাংলাদেশ যে দিন দিন স্মার্ট হচ্ছে তার একটি ছোট্ট নমুনা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের এই স্মার্ট ভোটার ইনফো অ্যাপ। একসময় ভোট কেন্দ্রের তথ্য জটিলতার কারণে ভোট কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করতেন। আমরা আশা করছি এই অ্যাপস তৈরির ফলে ভোটারদের এই অনীহা অনেকাংশেই দূর হবে।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, সহ-সভাপতি শরফুল ইসলাম মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আরমানসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।