চট্টগ্রামজাতীয়

মহাসড়কে গাছ ফেলে অবরোধ মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রোড বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে পুলিশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম দিদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পাই মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড দিয়ে বিএনপি মিছিল করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। যাওয়ারে আগে বিএনপির লোকজন পালিয়ে যায়। এরপর সবাই মিলে প্রায় ৩০ মিনিটের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবির হোসেন বলেন, বুধবার মধ্যরাতে মহাসড়কের সুফিয়ার রোড এলাকায় একটি গাছ মহাসড়কে ফেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে দ্রুত গাছ সরিয়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *