আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ধরপাকড়, বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ার লিটল ইন্ডিয়া খ্যাত ব্রিকফিল্ডস এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সোমবার (১ জানুয়ারি) স্থানিয় সময় দুপুর একটায় ব্রিকফিল্ডের জালান থামবি আবদুল্লাহর চারপাশে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে বিভিন্ন অপরাধে এসব অভিবাসীদের আটক করা হয়।

আটককৃতদের বয়স ২৫ থেকে ৭১ বছরের মধ্যে। অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

এ বিষয়ে দেশটির অভিবাসন উপ-মহাপরিচালক (অপারেশন্স) জাফরি এমবোক ত্বহা বলেন, ওই এলাকার ৩৫ জন নারীসহ ৩৭০ জন অভিবাসীর কাগজপত্র চেক করা হয়েছে যাদের মধ্যে ভারতীয়, বাংলাদেশি, ফিলিপিনো, পাকিস্তানি, শ্রীলঙ্কান, মিয়ানমার এবং নেপালি নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে বিভিন্ন সংস্থার প্রায় ২২৪ জন কর্মকর্তা ও কর্মী নিয়ে দুপুর ১ টায় শুরু হয় এই অভিযান। বাসস্থান, পোশাকের দোকান, রেস্তোরাঁ, সেলুন, সৌন্দর্য সরবরাহের দোকানসহ ৩০টিরও বেশি প্রাঙ্গণে অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *